২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
শর্শদীতে সমাজসেবা বিভাগের  সেমিনার ও ঋণ বিতরণ অনুষ্ঠিত
  • Updated Oct 10 2023
  • / 170 Read


সদর প্রতিনিধি: 
ফেনীতে সুদমুক্ত ক্ষুদ্রঋণের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন শীর্ষক সেমিনার ও বিনাসুদে ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের সফিয়াবাদ কোমল পুকুর এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা সমাজসেবা বিভাগ। সেমিনারে প্রধান অতিথি থেকে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম।


সমাজসেবা বিভাগের ফেনীর উপপরিচালক সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা বিভাগের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোস্তাফা মোস্তাকুর রহিম খান, উপ পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম।


ফেনী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনীস্থ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহীদ উল্লাহ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক ও দৈনিক স্টার লাইন পত্রিকার বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সার, স্থানীয় ইউপি সদস্য ইস্রাফিল রানা, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। অনুষ্ঠানে সমাজসেবা বিভাগের উপকারভোগীরা উপস্থিত ছিলেন। পরে সমাজসেবা বিভাগের পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সমাজসেবা কর্মদলের ১০ জন উপকারভোগীদের মাঝে ৩ লাখ টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরন করেন অতিথিবৃন্দ।

Tags :

Share News

Copy Link

Comments *